সম্পর্কের টানাপোড়নে বিত্তের কারসাজি
মৃত্তিকা তুমিও একদিন রেহাই পাবিনা ।
দাঁড়াতে হবে আসামীর কাঠগড়ায়
লোহার গরদে গড়া লালসালুর আস্তানায় ।


অদ্ভুত খেয়ালিমনে
সদা খেলে যাও তোমার কুচক্রি দাবার গুটি
টানটান উত্তেজনায় ছিঁড়ে ফেলো
রক্তের বন্ধন,গোত্রের চিহ্ন,
বিচ্ছিন্ন ছেঁড়া তারে আটকে অর্থনীতির ধাতব চাকা।


উর্বর ভূমিতে দ্রুত ফোড় করে যাওয়া গোবরে পোকা
দোয়েল, শালিকের পছন্দের খাবার
বৃষ্টির ফোটায় বর্ষার আগমনি বার্তা
ভেসে যাবে প্লাবনের তোড়ে
একদিন হবে ভাসমান
মৃত্তিকা তুমি হও সাবধান ।
মনের লগ্নীতে খেলার জয়-পরাজয়
নিকষ কালো পঞ্চমীর কাল রাত্রি
উপেক্ষিত পূর্ণিমা।


সম্পর্কের টানাপোড়নে বিত্তের কারসাজি
মৃত্তিকা তুমিও একদিন রেহাই পাবিনা।