জল আনিতে নদীর ঘাটে
যাইওনা গো রাই ।
প্রেম-যমুনায় জোয়ার এলো
ঐ শোনো সানাই ।
যাইওনা গো রাই।।


কৃষ্ণলীলায় নদীর তীরে
মুণি-ঋষ্ণি-সাধুর ভীড়ে
বিহঙ্গ-বিহঙ্গি নাচে
জাত-বিচার আজ নাই।
যাইওনা গো রাই ।।


আজ সকলে বাঁধনহারা
ফুলের ভ্রমর যেনো তারা
রূপসাগরের ঝলকানিতে
কেমনে খোঁজে পাই ।
যাইওনা গো রাই ।।


প্রেমসাগরের এই জোয়ারে
চোখ মেলে দেখ কে দোয়ারে
জোৎস্নাতে জল ঝিলিমিলি
জোনাকী আজ দাই ।
যাইওনা গো রাই ।।


জোয়ার-ভাটার প্রেম যমুনায়
মন ভরেনা এই নমুনায়
চল না সখী চল দু’জনে
মথুরাতে যাই ।
যাইওনা গো রাই ।।