পরিশ্রান্ত বিকেলে আলোর লুকোচুরি শেষে
ক্লান্তিতে সূর্য ঘড়ির কাঁটা
প্রকৃতির আশ্রমে বিশ্রামের আয়োজন।


অজানিব আশংকায় ধুরুধুরু বুক
কল্পনার সীমানা ছাড়িয়ে অন্ধকার গলি
রাত-বিরাত একাকার এক দেশ
চিত্তের পাহারায় তবু যেন হাজারো তারা
মানুষের কোলাহল
প্রতিক্ষার প্রহর গণনার অব্সাদে অস্থির ভূলোক।


অজানা পথের যাত্রী
ছুটছে একা। সামনে যোজন যোজন পথ
অনিশ্চিত আগামী শেষে হয়তো থামিবে রথ।
অতঃপর সবশেষ-
একাকী থমকে দাঁড়াবে যবনিকা-নিঃশেষ ।