১)
মসজিদেতে যাই হামেশা পড়তে কিন্তু নামাজ নয়
নামাজ পড়ার ভান করিয়া করতে চুরি জুতা কয়।
আমার ভয়ে নাপাক জুতা হাতে উঠে মুসল্লীর
নেশার ঘোরে এসব করি আমার আবার কিসের ভয়।
২)
পড়লে ধরা দেয় না জেলে গতর থেকে বদলা নেয়
কতই আর পাই বেচিয়া মুচি কি আর বেশি দেয় ।
নতুন জুতায় পয়সা ভাল আছে অনেক খরিদ্দার
চুরির জুতা নেইতো লেখা কিনতে পারো অল্প ব্যয় ।
৩)
নেশার ঘোরে করি চুরি আমি না হয় নেশাখোর
জেনেশুনে যারা কিনে তাদের মাথায় কিসের ঘোর।
জুতার চিন্তায় ধ্যানে ব্যাঘাত সহী পড়তে কষ্ট হয়
চুরির নেশায় মসজিদে যাই তাই লোকে কয় জুতাচোর।
৪)
আযান পড়ার আগে দেখি মসজিদে যায় অনেক লোক
ঘুষের বেলা কম নেবেনা, এরা মানুষ নাকি জোঁক।
মাথায় পায়ে ‘কড়ের’ চিহ্ন দেখতে গেলে নয় ভিন্ন
ভদ্রলোকের তকমা এদের তাই জমা রয় মনে দুখ।