নিত্য মানুষ আসছে ভবে
নিত্য মানুষ যায়
আজব খেলা খেলছে বসে
নিঠুর বিধাতায়।


যেমন আসে খালি হাতে
তেমন যেতে হয়
জীবনের সব কর্মনামা
শুধু পড়ে রয়।


সবাই কেমন ঘোরের মাঝে
বাইছে জীবন নাও
হাসি খুশি রঙ-রসে
চাইছে পেতে দাও।


ভাবছে শুধু বিধির বিধান
জীবন বুঝি খেল
পূণ্য ছাড়া পরকালে
খাটতে হবে জেল !