সংসার নামের সুখ সাগরে দিয়ে ডুব সাঁতার
না পাইলায় মানিক্যরতন না পাইলাম কিনার ।।


সারা জীবন বাইলায় শুধু
উল্টো স্রোতে দাড়
কেমনে মিটাইবে জানি
মহাজনের ধার । মহাজনের ধার
না পাইলায় মানিক্যরতন না পাইলাম কিনার ।।


সুখ নামের ঐ সুখপাখিরে
খুঁজে হইলাম সার
কোনদিন আসি বলবে দূতে
নাইরে সময় আর । হায়রে নাইরে সময় আর
না পাইলায় মানিক্যরতন না পাইলাম কিনার ।।


মহাজনের বোঝাই তরী
নিয়েছিলাম ভার
বেচা-বিক্রী বিনে করলাম  
বিনষ্ট কারবার। হায়রে বিনষ্ট কারবার ।
না পাইলায় মানিক্যরতন না পাইলাম কিনার ।।


বালুচর কয় থাকতে সময়
বুঝো সমাচার
কড়া-গণ্ডার হিসেব ছাড়া
পাইবেনারে পার।
না পাইলায় মানিক্যরতন না পাইলাম কিনার ।।