কেন যে আসিলে না তুমি
আজি এ বসন্ত কালে--
শিমুল পলাশ ফুটে ঝরে যায় আজি আপন খেয়ালে ।
সেদিন ছিলনা কোন পলাশ ঝরার দিন
তবু ঝরালে রক্তবন্যা হয়ে গেলে লীন।
বসন্ত ধরিত্রীতে আসে বারেবার
কেন তুমি আসিলেনা ওগো আর একটি বার ।
ধৈর্যের বৃন্তচ্যুতি খসে পড়ে সকল আবরণ
পারি না ধরিতে তাই ,ক্ষোভ জমা রয়-
হয় না যে নিবারণ।
খেয়ালী রাঙ্গা এ মন দোল খায়-
নেচে ওঠে করে যায় লাফালাফি।
তবু শিমুল পলাশ আপন খেয়ালে ফুটে ঝরে পড়ে কেন আজি ।
ভাবনার পঙ্কিল পথযাত্রা শেষে
ক্লান্তিতে অবসাদ নেমে আসেঃ
লোভাতুর স্বলজ্জ চাহনি ফেলে, তবু দেখে নেই আরেক বার ।বৃন্তচ্যুত খসে পড়া প্রেম জীবন পাল্টায়-
বল্গাহীন অনাদর অবহেলা নিত্য সঙ্গী তবু সীমাহীন অভিলাষ
জীবনের এ যেন এক অদ্ভূত জোতসই পরিহাস ।