কোলাহলময় শহর মাঝে শুধুই হতাশা আজ
ককটেল বোমা রাবার বুলেটে পেয়েছে স্বরাজ।
ঘুমহীন চোখে স্বপ্নেরা যায় ফিরে
অজানিব চিন্তায় মন থাকে ঘিরে ।


পাখিরা আজ গায় নাতো গলা ছেড়ে কোন গান
মানুষ নামের পশুরা ছোঁড়ে যায় কাপলিক বান ।
মাতৃক্রোড়ে শিশু নয় নিরাপদ
চারদিকে মানু্ষেরা আজ শ্বাপদ ।


প্রতিদিন সূর্য উঠে ভয় নিয়ে পূর্বাকাশে
হিংস্র হায়েনাও তুচ্ছ হয় তাদের সকাশে ।
গাড়িতে আগুন দমকল দিশেহারা
বুক ফাটা কান্নায় দেখ স্বজনহারা ।


রাজানীতির বল্গা হরিনী স্বার্থের টানাটানি
নীতিকথা নিয়ে সবে করে হানাহানি।
ভূলোক দুচোখে দেখে যায় দ্বন্ধ
হাততালি দিয়ে কয় এ নয় মন্দ ।


মাটির পৃথিবী মাঝে সব জানো ভঙ্গুর-নশ্বর
একদিন দিতে হবে এই খেল-তামাশার দর ।
আবার উঠিবে সুর্য ঝলমলে রোদ
শহীদী রক্তের শেষ হলে বুঝি শোধ ।