(১)
কুসুম কাননে আজি ফুটিছে যত ফুল
প্রভাতে ঝরিবে সবই তুলিবে না দোল
স্রোতহারা মৃত নদী গোনে সন্ধ্যা তারা
প্রজাপতি উড়ে বসে ফোটাবেনা হুল ।
(২)
যত বীর অস্ত্র হাতে পরেছে বিজয় মালা
চিত্তসুখে বসে দেখে আজ ফিরিবার পালা
বয়সের ভারে ন্যুজ অতিত খুঁজিয়া ফিরে
পরাজয় গ্লানি কূরে খায় বাড়ে অন্তর্জ্বালা।
(৩)
এলোমেলো বাতাস আকাশে উঠিলে ঝড়
অজানা আশংকায় কেঁপে উঠে মম অন্তর
শতাব্দীর প্রেমহীনতায় প্রেয়সী প্রেম সন্ধানী
প্রশান্তির আঁচড়ে ঘুচে যায় ভীতি আর ডর ।
(৪)
অযুত প্রেমের দীপ জ্বালে ঝিলিমিলি জোনাকী
ক্লান্তির অবসানে ভোর এসে দাঁড়ায় একাকি
দিকভ্রান্ত মনে প্রেম জাগে নীড় খুঁজে অবিরাম
রাতজাগা অবসন্ন লক্ষৌর বিলোল নর্তকী ।