মৃত্যু সনদ সঙ্গে লইয়া এসে এই ভবে
ক্ষণস্থায়ী দুনিয়াতে স্থায়ী কেমনে হবে।


ইমারত আর দালান বাড়ি
যাবে তুমি একদিন ছাড়ি
মজবুত পাথরের ঘর
সবই পড়ে রবে ।
ক্ষণস্থায়ী দুনিয়াতে স্থায়ী কেমনে হবে।


যতই করো রঙো তুমি
বিছনা হবে একদিন ভূমি
রইবে পড়ে সোনার পালং
ডাক আসিবে যবে।
ক্ষণস্থায়ী দুনিয়াতে স্থায়ী কেমনে হবে।


বিধাতার এই অমোঘ ধারায়
সাধ্য নেই কেউ রুখে দাঁড়ায়
স্বপ্ন মাঝে বসত গড়ে
বসে কেনো তবে ।
ক্ষণস্থায়ী দুনিয়াতে স্থায়ী কেমনে হবে।


বালুচরে ভেবে দেখে
যাবে একদিন সবই রেখে
জানেনা সে সেই শুভদিন
আসবে কখন কবে ।
ক্ষণস্থায়ী দুনিয়াতে স্থায়ী কেমনে হবে।