শূন্যতে মোর আছেন বসে
শূন্যের কারিগর,
শূন্য থেকে নেয়রে হিসাব
শূন্যে তাহার ঘর।


শূন্য দিয়ে সকল সৃষ্টি
শূন্যে মোদের ভর,
শূন্যে শূন্যে হয়রে মিলন
শূন্যে একেশ্বর।


শূন্য হাতে দিছে ছেড়ে
শূন্যে অধিশ্বর,
শূন্য হয়ে থাকনা বসে
শূন্য পূরণ কর।


শূন্যে যাদের ভালবাসা
শূন্যতে নাই ডর,
শূন্যরে তুই আপন ভেবে
শূন্য জলদি ধর।


শূন্য থেকে শূন্য আসে
শূন্য গত্যন্তর,
শূন্য আমার হয় বিধাতা
শূন্য নিরন্তর।