জোৎস্না কেন আকাশজুড়ে
চৈতালি গান গায়
চরকা কেটে চাঁদের বুড়ি
ক’টাকা রোজ পায়?


তারা কেন একা একা
আকাশে ঘোর খায়
অমাবস্যায় চাঁদমামা কি
শ্বশুরবাড়ি যায়?


মেঘমালা কেন ঝড়ের বেগে
ছুটে তেপান্তর
বৃষ্টি কি হয় সৃষ্টি সুখের
কান্না নামান্তর?


চাঁদ উঠেনা অমাবস্যায়
কেমন ফাঁকিবাজ
তারার সাথে মিতালিতে
একটুও নেই লাজ।


মঙ্গলেতে গিয়ে মানুষ
করলে তুলা চাষ
চাঁদের বুড়ির চরকা কাটা
হবে কিন্তু নাশ।


চাঁদমামা আর চাঁদের বুড়ি
শোনরে তোরা শোন
মানুষের হাত পড়ার আগে
নিজের আখের গোন ।