ছড়ায় সকল ধরাধরি
আর কিছুতে নয়
ছড়া যেন বিয়ের কনে
নিখুঁত হতে হয় ।


কেউ দেখে যায় মাত্রাবিধি
খুঁজে অন্তমিল
ছন্দ দোলা নেই ছড়াতে
শব্দতে কিলবিল ।


পর্ব নাকি আরো বড়
গঠনতন্ত্রে কয়
অনুপর্বের যথার্থতা
আদি পর্বে রয় ।


এত কঠিন কর্ম যদি
ছড়া করতে হয়
বাংলা কাব্যে তবে কেন
ছড়া রাজা নয় ।


সত্য নাকি সাহিত্যতে
ছড়া হলো গুরু
ছড়া দিয়ে সব কবিরা
লেখা করেন শুরু ।(?)