জীবন জোয়ারে নদী ভাটা দিলে টান
দুকূল ভাসায়ে যায় মনে আসে বান ।
দিকহারা গাঙচিল ঝড়ের কবলে পড়ে
অসীম আকাশ তারি ভর নাহি ধরে ।


সাহস সঞ্চয়ে পাখি ডানা ঝাপটায়
নীলাকাশ চুপিসারে ডাকে ইশারায়।
রবির কিরণ মাঝে রঙধনু পাখা
হৃদয় গহীনে যত আবির মাখা ।


চৈত্রের খরতাপ হু হু ডাক বাতাসে
দুধসাদা কাশফুল ঐ উড়ে আকাশে ।
ঝলমলে তারকার স্থানচ্যুতি ঘটে
প্রেমময় মুখ তার ছবি আঁকা পটে ।


মেঘমালা ছুটে যায় হিমালয় পথে
আনমনে মন চলে গোধূলির রথে।
পূবাকাশ ঔজ্জ্বল ধ্রুবতারা জেগে
পিছুটান রয় তবু যত যাই  রেগে।