স্বপ্ন আর বাস্তব সত্যের আড়ালে
জীবনের লুকোচুরি ।
কোথাও আচমকা পাড়ভাঙা নদীর তীর
কিংবা হঠাৎ জেগে উঠা বালুচর-
সূর্যের অযুত দূরত্বে থেকে
পরখ করে শক্তি-
নক্ষত্র-ধুমকেতু আর গ্রহাণু।


জীবন আর নদী
যেন চলে পাশাপাশি
গোধুলিলগ্নে ত্বরা করে বাড়ি ফিরে
খুঁজে নেয় আপনার নিবাস।
গভীর রাতে খড়ছাউনির ফাঁকে
উঁকিমারা আকাশের চাঁদ
জীবনের কাছাকাছি থেকেও পায়নি জীবনের স্বাদ।


স্বপ্নে নয়, বাস্তবেই জীবন-
সর্বত্র সবখানে ফাঁকা।
কেউ বুঝেনে না এ সত্যটুকুঃ
কোন খেরোখাতার কোথায় রয় নি লেখা।
উচ্চ-অস্পৃশ্যের ব্যবধান
হায়েনা আর সিংহ কখনো শক্তিতে সমানে সমান।


কেউ নয় কারো তুল্য
মেপে দর্জির ফিতায় কিংবা
ওজন মাপার কোন আধুনিক স্কেলে।
সব মাপ-ঝোঁক শেষে
যোগ-বিয়োগের খাতায়-স্বপ্ন আর বাস্তবতা উপেক্ষায়
সসীম জীবনে
অসীম একাকীত্বই শুধু পড়ে রয়।