এক জিরাফ নদীর তীরে আজ
গোটা পৃথিবী;
জিরাফ নদীর দু’টো স্রোত-
সাদা আর কালো
কী অদ্ভুত গতিতে সমান্তরাল।


জলরঙা তখতে বসে আকাশের চাঁদ
একটিও তারা নেই
ছুটি নিয়ে বাড়ি গেছে নানান ছুঁতোয়। তাই-
একা চাঁদ রুশনিতে ঝলমল করেনা পৃথিবী গ্রহ।


জিরাফ নদীর জলে আঁকাবাঁকা নেই
আছে কাটাকুটি
আছে প্রাচ্য-পাশ্চাত্যের ব্যবধান
বর্ণে-বর্ণে, লিঙ্গে-লিঙ্গে।আর-
সাদা-কালো স্রোতধারায়।


একদা বৈষম্যহীন জিরাফ নদী
যেন মনমরা আকাশের চাঁদ
একটিও তারা নেই
ছুটি নিয়ে বাড়ি গেছে নানান ছুঁতোয়।