না পাই যদি তোমায় বন্ধু থাকিতে জীবন
কি আর হবে মালা দিয়ে হইলে মরণ ।


কোন দোষেতে আমায় তুমি
করলেনা বরণ
দেখলে না দেখলে না বন্ধু
হ্নদয়ের ক্ষরণ।
কি আর হবে মালা দিয়ে হইলে মরণ ।


ভালবাসা গায়ে মেখে
করিয়া বসন
বুঝলামনা বুঝলামনা তোমার
প্রেমেরই ধরণ।
কি আর হবে মালা দিয়ে হইলে মরণ ।


জীবনকালে না হয় যদি
বাসনা পূরণ
মরিলে লাভ কি আর হবে  
করিলে স্মরণ।
কি আর হবে মালা দিয়ে হইলে মরণ ।


জানতাম যদি বন্ধু তুমি
হইবেনা আপন
গাঁথিতাম কি প্রেমের মালা
দিতাম কি আর মন।
কি আর হবে মালা দিয়ে হইলে মরণ ।