শব্দেতে যাই এঁকে আমি
প্রিয়ার হাসি মুখ
শব্দ আবার গোমরে কাঁদে
আসলে মনে দুখ।


শব্দ শিকল রাখে বেঁধে
কাব্যকথা মোর
শব্দ গড়ে মনের কথায়
করতে থাকি ভর।


শব্দেতে যায় জানান দিয়ে
শিশু প্রথমবার
শব্দ দিয়ে কান্না গড়ে
দুঃখ ভুলে তার।


মাত্রাবিভ্রাট অন্তমিলে
ছড়ার যত ভয়
তাল লয়েতে শব্দ বুনে
ছড়া কি আর হয়।