মান নেই তবু তার
মানকচু নাম
চাল নেই চুলো নেই
করি সংগ্রাম।
ডাল নেই পাতা নেই
পতি তার নাম
বল নেই পেশী নেই
করি প্রনাম ।
মান নেই তবু তার
মানকচু নাম
চাল নেই চুলো নেই
করি সংগ্রাম।
ডাল নেই পাতা নেই
পতি তার নাম
বল নেই পেশী নেই
করি প্রনাম ।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ১৬টি মন্তব্য এসেছে।
jathartha ebong upajukata bangokti .
চমৎকার !
দারুণ অর্থবহ, চমৎকার !
কবিতায় দারুন দর্শন
ভীষণ ভাল লাগল।
চমৎকার ছন্দ মালা ! ভালো লাগলো ।
বল নেই তবু করি পতিকে প্রণাম?
বেশ ভাল লাগল।
অভিনন্দন কবি।
চাল নেই চুলো নেই
করি সংগ্রাম
বাহ ! বেশ সুন্দর ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.