যা করার তা সময় করে বৃথা দ্বিধা-ভয়।
পরাজয়ের পরের পাতায় লিখা আছে জয়।


তোমার করে হয়নি সৃজন
এ জগৎ সংসার
জীবের তরে জগৎ সৃষ্টি
কৃপা বিধাতার।
ভেবে দেখো এ শরীরটা সবই কেমন সয়।
পরাজয়ের পরের পাতায় লিখা আছে জয়।


সময় চলে নিরীক্ষণে
দ্রুত অবিরাম
বিশেষ্য যায় বিশেষণে
পেলে সর্বনাম।
ক্রিয়ার বিনাশ রূপান্তরে কর্মে রয় অব্যয়।
পরাজয়ের পরের পাতায় লিখা আছে জয়।


সূর্য লুকায় আঁধার এলে
ভোরে আসে ফিরে
দিন পঞ্জিকার সমীক্ষণে
রাখে তারে ঘিরে।
চলমান এই প্রকৃতিতে সময়ের নেই ক্ষয় ।
পরাজয়ের পরের পাতায় লিখা আছে জয়।


জীবের আঁধার মরণ সাথী
বালুচরশা কয়
থামবে যেদিন সময় ক্ষণিক
হারাবে বলয়।
সব সমাধান হইবে সেদিন ঘুচিবে সংশয়।
পরাজয়ের পরের পাতায় লিখা আছে জয়।