আমার লেখার সিঁড়ি বেয়ে উঁচু তলায় তুমি
তোমার সুরের মুর্ছনাতে কোথাও নেই আমি।


গানের কথা ধরলে মনে
উপচে পড়ে সুর
হাওয়ায় ভেসে নৃত্য করে যায় ছুটে সে দূর।
কেউ ভাবেনা গানের মাঝে গীতিকারই দামি।


ভাবনাগুলো আনতে বাগে
যায় কেটে মোর রাত
তোমার গলার যাদু দিয়ে দর্শক করো মাত।
আমার কথায় মন মাতিয়ে শিল্পী তুমি নামি।


কথামালার প্রসব জ্বালা
উঠলে আমার বুকে
সেই বেদনায় ছন্দ নাচে লিখি মনের শোকে।
মন হয়ে যায় উথাল-পাতাল জানে অন্তর্যামি।


যন্ত্র আমার ব্যথা বুঝে
করে তা প্রকাশ
উন্মাদনায় দর্শক-শ্রোতা তোমায় দেয় সাবাস
মঞ্চে তোমার শাহেনশা ভাব উঠো তবু ঘামি।


আমার লেখার সিঁড়ি বেয়ে উঁচু তলায় তুমি
তোমার সুরের মুর্ছনাতে কোথাও নেই আমি।