মানুষ সতত জানি প্রবৃত্তির দাস
নিতান্ত প্রয়োজনে
মাৎসর্য নিবারনে
কুকর্ম তিরোধানে
অসুরের সঙ্গে করিতেছে বসবাস।


প্রভুর শৃঙ্খল ছেড়ে
বল্গাহীনতায় বেড়ে
পশুত্ব নিয়েছে কেড়ে
বনের পশুরা আজ বড় অসহায়।


একদা শৃঙ্খলিত জাতি
শক্তির পুজোয় মাতি
ভুলিয়া আপন খ্যাতি
আপনার লয়ে আপনার তরে সহবাস।


দক্ষিণা পবন
কেড়েছে জীবন
ছুটে হনহন
প্রাণপন সমাপন
মনুষত্ব নির্জনে কাঁদে একা নিরূপায়।