(পবিত্র কোরআনের আলোকে রচিত)
--------------------------------
এই সেই কিতাব যা-
পরাক্রমশীল আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ
নিশ্চয়ই চিন্তাশীলদের গভীর ভাবনার বিষয়
এবং অদেখা বস্তসম্পর্কে আল্লাহ
পূর্ণ জ্ঞান রাখেন
মানুষ যা জানেনা, তিনি তা জানেন।


তিনি বর্তমান এবং
ভুত-ভবিষ্যত সম্পর্কে সম্পুর্ণ ওয়াকিবহাল।
এই কিতাব মহান আল্লাহতালার স্পষ্ট নির্দেশাবলী
তিনি যুগে যুগে সকল গোত্র-সম্প্রদায়ে
মানুষের মধ্য হইতে পথ প্রদর্শক পাঠিয়েছেন
তবুও মানুষ অস্বীকার করে।
ইতোপূর্বে নাফরমানির জন্য তিনি কত মানব গোষ্ঠীকে
ধবংস করেছেন
তোমরা কি দেখো না? পৃথিবীতে বিচরণ করো-
ইহার সুস্পষ্ট প্রমাণাদি বিদ্যমান।
তবু মানুষ সীমা লঙ্গন করে।


তিনি জ্বীন এবং ইনছান-কে ইবাদতের জন্য
সৃষ্টি করেছেন।
তারাই পরকালে কৃতকর্মের ফলভোগ করবে
তিনিই মহান। তিনি চিরাঞ্জীব
তিনি অজেয় অমর
তাঁহার শরীক কেউ নেই।
শিরক বড়ই গর্হিত কাজ। আর-
যে শিরক করে সে অচিরেই তার
ফলভোগ করবে
তার জন্য অপেক্ষায় জাহান্নামের প্রজ্জলিত অগ্নি।
নিশ্চয়ই আল্লাহ মহান
সর্বশক্তিমান এবং শ্রেষ্ঠ হেকমতকারি।
আমীন, ছুম্মা আমীন।