পুড়িয়ে মানুষ পুড়িয়ে যন্ত্র
গলচেনা মন তবু তব
চেঙ্গিস তুমি বেদুঈন তুমি
চিরঞ্জীব তুমি নিষ্ঠুর ভবঃ।


এখানে ওখানে দগ্ধ মানুষ
বাতাসে পোড়ার গন্ধ
ছানিপড়া চোখে চশমা তোমার
বাহানায় তুমি নাকি অন্ধ।


পুড়িতে আমার নেই ডর ভয়
আগুনে করিনা ভীতি
অনল মানেনা বন্ধু
মানেনা রাজনীতি।


দুই মিলে মোরা কামলা খাটি
জনতার ভীড়ে
আর নয়, ঢের হয়েছে বন্ধু
এবার নৌকো ভিড়াও তীরে।


জ্বলা-পোড়া কুঁকড়ানো দেহ
বলোনা, সইবো কত ?
ভেবোনা বন্ধু সেই সাড়ে সাত কোটি লোক
সব হয়ে গেছে বিগত।