পশুর রাজা সিংহ মামা সভা ডেকে কয়
হিংস্রতা সব হচ্ছে চুরি লাগছে মনে ভয়।


বনের ভাষা কৃষ্টি যত হচ্ছে পাচার রোজ
দূর্বলতা কোথায় মোদের লাগাও সবে খোঁজ।


ধুর্ত শিয়াল বলে রাজা যদি করেন মাফ
ছোট মুখে সত্য কথা বলতে পারি সাফ।


অভয় পেয়ে শিয়াল পণ্ডিত করে উচ্চ স্বর
শুনছি আমি মানবকূলে বইছে নতুন ঝড়।


নিরীহ সব পশুর মাংস ফল-ফলাদি আর
শাক-সব্জি ও তৃণ খেয়ে কমছে তাদের ধার।


বাঘ্র শোনে হুংকার দিয়ে বলে মহাশয়
ধরুন তারে মোদের মাঝে রাজাকার কে হয়।


রোজ রাতে যে করতে চুরি লোকালয়ে যায়
মোরগী ঘুষে সেই পশুধম কেমনে এড়ায় দায়।


বাঘের কথায় হঠাৎ উঠে টিকটিকি কয় ঠিক
লেজ নাড়িয়ে বানর বলে ধিকরে শিয়াল ধিক।