এসো ফাগুনের জলসাঘরে
এসো কৃষ্ণচুড়া শিমূলের শাখে
ফুলের সুবাসে
পাখির কল-কাকলীতে
তোমার আলতারঙা পায়ে নুপুরের নিক্কনে
আজি বসন্ত এসেছে ধরায়।


প্রকৃতির বরমাল্য বসন্তের গায়
এসো বাসন্তি হাওয়ায়
শহরের কোলাহলে
বাউলের উদাসী মনে
আমার হাজার বছরী বেহিসেবী ভালবাসায়।


চোখ ধাঁধাঁনো ঘোমটা খোলা শিমূলের কলি
দ্যাখো, কেমন মেতে উঠেছো জোড়া বুলবুলি।
এসো হাওয়ার ভরে
পাখির ডানায় ভাড়াটে হয়ে
না হয়, নীলাম্বরী পরে
লতাপাতায় ঘেঁরা বুনো পথে
চুপিসারে মম জানালায়।