আজকের কবিতা শুধু তোমার জন্য
ফাইলবন্দী বিরাণ ভূমি
আঁধারের পরইতো সূর্য হাসে
প্রভাতী আলোয় করে প্রাতরাশ
ঘাসের ডগায় মুক্তোর ঝিলিমিলি
দুর্বার চাদরে শিশির চুম্বন করে পরিহাস।


কত লোকালয় কত ঝোপ-ঝাড়
সুরমার দুই তীরে
খুঁজেছিনু কত দিনমান চৈত্রের ধীরগতি স্রোতে।
আমারে দেখিয়া হেসেছে দুকূল
মরেছি কখনো লাজে
বিগত যৌবন ব্যঙ্গস্বরে বলিয়াছে মোরে
এ কি তব সাজে?


তোমার জন্য লিখতে কবিতা
নষ্ট করেছি খাতার পাতা
কবিতা হয়নি বলেও ছিঁড়ে ফেলা পাতায়
গলায় পরেছি কত শত করুনার মালাগাঁথা।
প্রখর সূর্য দোসর হয়েছে, এসেছে সন্ধ্যা
উঠেছে গগনে তারা
সুপ্ত বাসনা হয়েছে প্রকাশ, করেছি নিজেকে সর্বহারা।


আজ তাই লিখিনা কোন কবিতা।তবুও তুমি-
ভেবোনা এ মোর ভণিতা
আমিও মানুষ আছে সাধ-আহ্লাদ,অন্তর পুড়ে
মরমে স্মরি কিছুই লিখিনি অযথা।