জাগরে তোরা শ্রমিক ভাই
ঐক্যতে বল রাখতে চাই।
শ্রমের ফসল তোদের আর
নেয় কেড়ে কে সাধ্য কার।
দুই হাতে তোর শাবল ধর
মরার আবার কিসের ডর।
মুনাফায় ভাগ আছে তোর
মিথ্যে এ নয় রাখিস ভর।
বাঁধরে তোরা শ্রমিক জোট
দিসনেরে আর করতে লুট।
ডলার জুড়ে তোদের ঘাম
নেই রে তবু তোদের দাম।
আর কতদিন খাবি মার
বদলা ছাড়া কিসের ছাড়।
শোষিতদের এক সমাজ
ভেঙে দেরে শোষক রাজ।
ন্যায্য পেতে যে দেয় বাঁধ
মিথ্যে করিস তারই সাধ।