বরফ গলা নদী, নাকি-
বরফ গলে নদী ?
কোনটা ঠিক। ঠিক জানতেই-
একদিন আমি হিমালয়ে যাবো
দেখবো বরফের পাহাড়, বরফের অট্টালিকা।


শুনেছি,
বরফজলে সাঁতার কাটা খুব সোজা
হাত-পা প্রাক্টিস করার আগেই
অবশ-অনঢ়:
একখণ্ড বরফ আকড়ে ধরে থাকলেই ব্যাস।


জানবো-
বরফ কেনো গলে ?
সে কি প্রিয়তম প্রেমাশ্রু;
কোটি বছরের পুঞ্জিভূত বেদনাঃ নাকি-
যৌবন নিষিক্ত সুধা ?


হেঁসোনা;
নিশ্চয়ই এই আমি-
একদিন হবো মহাবিজ্ঞানী এরিস্ট্রেটল,
স্যার জগদ্বীশ চন্দ্র বসুর মত জীব বিজ্ঞানী নয়,
জগদ্বিখ্যাত বরফ বিজ্ঞানী।
তখন, কোনো ভয় থাকবেনা তোমার
হীম শিতল ঠাণ্ডায় কিচ্ছুটি হবেনা-
শুধুঃ শতাব্দীর নিরবতা গ্রাস করবে আমায়।