চাঁদকে বলেছি আমি--আজ নিশীথে
জোসনার অবকাশ,ছুটি কেটে নিতে।


ঝলমলে তারা যেনো
করে মাখামাখি
রাতভর জেগে থাকে
মেলে সবে আঁখি।
আঁধার কালোয় তুমি,থেকোনা ভীতে
জোসনার অবকাশ,ছুটি কেটে নিতে।


চাঁদেরই আলোতে আজ
বসে পাশাপাশি
জোসনা বিলাবে প্রীতি
করে হাসাহাসি।
ভয় নেই চাঁদ আছে,সবই অবহিতে
জোসনার অবকাশ,ছুটি কেটে নিতে।


আজ রাতে যাবো মোরা
মালা গেঁথে দুই জোড়া
পারবেনা তুমিও কি
মম গলে দিতে।
জোসনার অবকাশ,ছুটি কেটে নিতে।


চাঁদকে বলেছি আমি--আজ নিশীথে
জোসনার অবকাশ,ছুটি কেটে নিতে।