মনটা যদি বিকতো হাটে
মিলতো চড়া দাম
লক্ষ টাকায় বিক্রি করে
কিনে খেতাম জাম।


মনের জ্বালায় দিনে-রাতে
বন্ধ রাখি চোখ
কেউ তবু না এসে বলে
রুখরে বাবা রুখ।


তবে কেনো রাখবো তারে
যত্নে আপন ঘর
বেচে দেবো মনটা আমার
পেলে বেশি দর।


মনের হাটে হাজার ক্রেতা
সবার চাওয়া ফ্রি
মামার বাড়ির আব্দার যেন
দেখুন কথার শ্রী।