নরেন বাবুর কি যে হলো
দিন কাটে তার পথে
চোখ পড়েনি কারো ‘পরে
দেখে হাজার শতে।


ভাবলো কেহ নরেন বাবুর
হয়তো বাড়ি নেই
তাইতো বাবু ঘুরে বেড়ায়
হারায় মনের খেই।


দুঃখটা তার কেউ বুঝেনা
কয়না কথা সাথে
সারাদিনের পথ চলাতে
পা ফুলে যায় রাতে।


কেউবা ভাবে নরেন বাবু ?
এ কী পথের কাঁটা
ইঁচড়ে পাকা কিশোর দেখে
হাত নেড়ে দেয় টাটা।