পিঠে পড়ে টানটা
গেল বুঝি জানটা।
ওরে বাবা চাপাতি?
দেখে চুপ,ডাকাতি।
যেতে চাই বাড়িতে
উঠি তাই গাড়িতে।
সীটহীন থাকি খাড়া
নেয় তবু ফুল ভাড়া।
জ্যামে পড়ে যায়না
ঘামে গায়ে সয়না।
নেমে পড়ি রাস্তায়
দ্রুতগামী যান যায়।
মুশকিলে পারাপার
চাপাতিতে নয় আর।
চাকা যায় দর কষে
জানটারে দেয় ঘঁষে।
জনতায় ভীড় করে
লাশটারে নেয় ধরে।
ডাক্তারে ডাকে ডোম
এই বেটা কত ঘুম।
দাম দেবো লাশটারে
কাঁচি লই ধর তারে।
স্লিপ লিখে জুড়েপায়
ডেডবডি হয়ে যায়।
দাম পেতে এত দূর ?
দূরে নয়,আজিমপুর।