কোন সমাজে করছি বসত,কেমন আছে দেশ
মিথ্যে চুরির এক অপবাদ,রাজনের দিন শেষ।
মানুষ মেরে নৃত্য করে
দৃশ্যও দেয় ফেবু ভরে।
থানা পুলিশ রয় অদূরে,নেই তাদের ভাবলেশ।