মানুষের রীতি-নীতি
বুঝা বড় দায়রে
মুখে যাহা বলে তা
করেনাতো হায়রে।

ছাগলের মুখে দাঁড়ি
যাহা পায় খায়রে
নারী সাজে নর বেশে
কার কিবা যায়রে।

তারা জানি দুই জাতি
ছাগ আর পাঁঠারে
খাসী নামে কারে কয়
সে কার জ্যাঁঠারে?

মিলে যায় হেথা যেনো
নেতা আর ছাগলে
যাহা আসে মুখে তার
কয় দেখি পাগলে।