চোখ মেলে যাই খোঁজে প্রিয়া
ভাঙা ঘুমের ঘোরে
পূর্বাকাশে উদয় হলে সূর্য প্রতি ভোরে।

পাইনা খুলে আঁখি তোমায়
উঠলে জেগে পাড়া।
অমন করে আর কতকাল থাকবে বাঁধনহারা।

লজ্জাতে যাই চুপটি মেরে
যাওগো যখন দূরে
ইচ্ছে করে ডাকি তোমায় প্রিয় নামটি ধরে
চোখ মেলে যাই খোঁজে প্রিয়া ভাঙা ঘুমের ঘোরে।

আঁধার এলে হাত ইশারায়
ডাকি নিরালায়
ও নাম ডেকে পাইনা সাড়া
মনের কিনারায়।
প্রেম বিরহে জ্বলে আগুন স্বপ্নডাঙার মোড়ে
পূর্বাকাশে উদয় হলে সূর্য প্রতি ভোরে।

চোখ মেলে যাই খোঁজে প্রিয়া
ভাঙা ঘুমের ঘোরে
পূর্বাকাশে উদয় হলে সূর্য প্রতি ভোরে।