কলকলাইয়া নামছে ঢল
চল সখী যমুনায় চল
কদমতলে বাজায় বাঁশি বন্ধু----------শ্যামরায়
হায় গো--কদমতলে বাঁজায় বাঁশি বন্ধু শ্যামরায়।

যায় ছুটে যমুনার জল
কলসি নিয়ে ত্বরা চল
প্রাণ কেড়ে নেয় বাঁশির সুরে নিঠুর--কালিয়ায়
হায় গো-কদমতলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়।

কেমনে মন রাখি ধরে
নিছে কালায় চুরি করে
চল সখী চল জল আনিতে ঐ না-----যমুনায়
হায় গো-কদমতলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়।

শোনরে সখী কালার বাঁশি
সুর ভেসে যায় জলে ভাসি
জল-তরঙে মন উতালা দেখতে তারে-----চায়
হায় গো-কদমতলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়।