যন্ত্রণার অমরত্বে বুকের গভীরে
জেগে ওঠে চর
সূর্য উনূনে সিদ্ধ রুটি
রাত জেগে চালি তারার গুটি।
চাঁদের প্রহেলিকা শেষে এলে সুপ্রভাত
তিনশ পঁয়ষট্টি দিনের সাথে যোগ হয়
আর একটি নির্ঘুম রাত।

স্বপ্নের দূরভিসন্ধি মাঝে সাপ-লুডু খেলায়
লক্ষ্যচ্যুত বারংবার-আনাড়ি খেলুড়ে।
অনাকাক্ষিঙত অভিরুচির মায়াজালে
জটিল ইকুয়েশনের তান্ত্রিক কুটচাল।

শান্তি যেনো- কস্তুরীসম
যায়না সতত পাওয়া
হাজার মৃগের বক্ষ বিঁধিতে যতই করি না ধাওয়া।
নতুন সূর্যে নতুন বেদীতে
নতুন পুজারীদল
বকুল পাপড়ি কত আর থাকে অবিচল উজ্জ্বল ?

লক্ষ্যহীন পথচলায় অশান্তির বাড়ানো হাত
সন্ধির প্রস্তাবে চমকিতঃ
শিহরিত হ্নদয় পিণ্ডে
অবিরাম চলছে করাত।