দিন ফুরালে রঙ রবেনা
ধরবে গায়ে পোকা
যেদিনরে তোর প্রাণ পাখিটা
দেবে তোরে ধোঁকা।
ওরে মাবুদ বিনে সেই জগতে
কে হবে আপন।
কোন ভরসায় রইলি বসে
ওরে অবুঝ মন।


হেলাফেলায় দুপুর গেলে
আঁধারে কয় ডাকি
এবার আমার সময় হলো
দেবো জগৎ ঢাকি।
আলো যাবে ছেড়ে তোরে
শোনবেনা বারণ।
কোন ভরসায় রইলি বসে
ওরে অবুঝ মন।


সূর্য ডুবে যাবার পরে
আভায় করে খেলা
সেই আভাতে ফিরবে ঘরে
এলে সাঁঝের ভেলা।
আসবেনা কেউ করতে তোরে
সাদরে বরণ।
কোন ভরসায় রইলি বসে
ওরে অবুঝ মন।


মাঝি মাল্লা ছেড়ে গেলে
রইবি পড়ে একা
আল্লাহ বিনে কেউ পাবিনা
পাবিনা কার দেখা।
ছিঁড়বে সেদিন বালুচর তোর
মায়ারই বন্ধন।
কোন ভরসায় রইলি বসে
ওরে অবুঝ মন।