শালুক কুড়াতে গিয়েছিনু, দু’জনে ছোট্টবেলায়
বিলে-বাদাড়ে নদী আর খালে,মেতেছি খেলায়।
প্রখর রোদে তামাটে শরীরে,গায়ে ঘাম ঝরে
ফিরেছি বাড়িতে দুজন, ভয়ের নিঁকুচি করে।
শাপলার ফুলে মালা গেঁথে, দিয়েছি তব গলে
রঙ-তামশায় মেতেছি কত বলকবিলের জলে।
আপনার ভেবে, করেছি দুজন মান-অভিমান
সুখ পাখি উড়েছিল ভরে দিতে দুজনার প্রাণ।
খেলায় মেতে যে সুখ,দিয়েছিলে সেদিন মোরে
এতদিন পরেও তা যে হায়,মম চিত্ত যে কুড়ে।
সেই নদী সেই বিল,জেগে রয় স্মৃতির পাড়ে
সবই আছে ঠিক যেনো,শুধু তুমি নেই ধারে।