স্বপ্নলোকের ফুল পরীটা
শুন্যে উড়ে নীল ডানায়
খুকুমনি ফন্দি আঁটে
কেমনে তার রথ থামায়।


ডানায় চড়ে দেখবে সাগর
নদী-নালা কেমনে বয়
স্বামী ছাড়া চাঁদের বুড়ি
চাঁদের দেশে কেমনে রয়।


নীল আকশের রঙধনুরা
কেমন করে রঙ সাজায়
মেঘ বালিকা কোন বাঁশিতে
বিকট সুরে বীণ বাজায়।


ভোরের আলোয় তারারাশি
কিসের ভয়ে চুপসে যায়
পাখির দলে কিসের খোঁজে
উড়ে আকাশ নীলিমায়।