দিয়েছি যৌবন,হয়েছি সমর্পণ
তবু পরান চাস
তুইতো জানিসরে বন্ধু, আমি তোরই দাস।


নিসনারে আর পরানটা মোর
দিসরে অবকাশ
দেখিসনা তুই আমি এখন
শুধু জিন্দালাশ।
তুইতো জানিসরে বন্ধু, আমি তোরই দাস।


এ্কই ঘরে রইলাম দুইজন
করলাম সুখের বাস
কেমনে তুই করতে পারিস
আমার সর্বনাশ।
তুইতো জানিসরে বন্ধু, আমি তোরই দাস।


মিছে কি তোর মাখামাখি
মিছে হা-হুতাশ
আমারে তুই রাখলে বানাই
তোর তুরূপের তাস।
তুইতো জানিসরে বন্ধু, আমি তোরই দাস।


দিয়েছি যৌবন, হয়েছি সমর্পণ
তবু পরান চাস।