ঘুষের বাজার বিয়ে বাড়ি
শুনছে সবাই ধামামা
ঘুষ খেতে আজ কেউ পিছে নেই
কর্তা থেকে খানসামা।


দশ টাকা বা পান সিগারেট
কিংবা চা আর নাস্তা
টাকা ছাড়া মিলে কি আর
খুঁজলে কাজের রাস্তা।


অপ্রতিরোধ ঘুষ বানিজ্যের
নানান রকম দফা
ফর্দ মত ছাড়লে টাকা
হবে কাজের রফা।


যেথায় যাবেন দেখা পাবেন
ডাকবে হাসি মুখে
লুকোচুরি নেই কোথাও
দেখুন চর্ম চোখে।


বেতন-ভাতা বাড়ুক যত
ঘুষ তবুনা হয় বিরত
ঔষধ-মলম পট্টি সেলাই
তার যাদুতে পদানত।