দিনলিপি হারিয়ে যায় কালের গহ্বরে
স্মৃতিচিহ্নের বেদী
চাষহীন অনুর্বর ভালবাসার জমিন
পড়ে থাকে নিরবধি।
শক্ত পাথুরে মাটি ফালিফালি করে
ভেঙেছি লাঙ্গলের কত ফনা
কেউ না জানুক,তুমিতো জানো বিলাসীস্বপ্ন
সে তোমার ঢের জানা।
শীতের শিশির মাড়ায়ে কুড়িয়ে এনেছি
কত শিউলীর ফুল
আজ ভাবি, সেদিন সেই পিছু ছুটা ছিল
জীবনের এক মস্ত ভুল।
নোঙর তুলেছি আজ ভীড়াবোনা কোথাও
আর কোন ঘাটে
জোসনা প্রহরায় নক্ষত্র খিলখিল হাসে
সূর্ষ বালাই ষাটে।