রাত জেগে থাকা ল্যাম্পপোস্ট
তুমি অকার্যকর অনর্থক জ্বালা
দিবাকরের সাধ্য নেই আটকায় চিহ্নিত
যত মোস্ট ওয়ান্টেড।
বসিয়েছি সিসি ক্যামেরা
শহরের মোড়ে মোড়ে
তু্লছে ছবি অন্ধকার আলোয় পই পই করে।


চোর ধরেনা ক্যামেরা সিসি
ধরে রাখে চিত্র আর ছবি
করি কাটাকুটি, করি ব্যবচ্ছেদ
ক্যামেরা হাসে মিটিমিটি তোমরা কতইনা পশ্চাদপদ।


ল্যাম্পপোস্টঃ তুমি অনর্থক
বৃথাই তুমি করো শুধু ঝকঝক।
আমাদের পঞ্চম ইন্দ্রীয় ইদানিং লাগেনা কোন কাজে
সিসি ক্যামেরা,যত আনুষ্ঠানিকতা
ল্যাম্পপোস্ট-;তোমার মতই আজ সব অযথা।