প্যাপিরাসের পাতায় কি লিখা থাকতো-
জানতোনা সাধারণ কেউ
এখন জানে সবাই।
গল্পের পর গল্প,দাম্ভিকতার পর দাম্ভিকতা
ঐশ্বর্য আর প্রাচ্যুর্যের মুক্তোদানা স্তরে স্তরে সাজানো
চিন্তা-চেতনা ঐতিহ্যের ঢালিতে
ঝলমলে স্বর্ণখচিত স্বপ্নীল শেষ শয্যা।
কেউ রাজা, কেউ সম্রাট আকাশছোঁয়া ক্ষমতা
কখনো রাণী,কখনো সম্রাজ্ঞী রূপসী দাস-দাসী সনে।
রূপের রাণী,ললনা--পার্শ্ব চরিত্রে ম্লান।


ভেবোনা, তোমাকে বলছি কিছু;
আলবৎ না। পিরামিড খুঁড়ে দেখছি শুধু অহমিকা
প্রকৃতি আর কিছু মানুষের বৈপরীত্ব
অলীক জীবনযাত্রায় অভ্যস্ত
উচ্চাভিলাষী নর-নারী।


সেকাল আর একালের ব্যবধান কত
হাজার হাজার নাকি মাত্র কয়েক শতাব্দী?
বিধ্বস্ত হ্নদয় খুঁড়ে খুঁজি পরিমাপ
সাগরের অথৈ জলে
পোতে রেখেছি সাব-মেরিন
ধরতে হ্নদয় ইন্দ্রীয় অণুবলে।