আগে এককাপ চা। তারপর-
বেশ! চা নাহয় দিলুম
কিন্তু আজ এত তাড়াহুড়ো কেন? অন্য মতলব।
নাকি-নতুন এপোয়েন্টম্যান্ট?


দুরদর্শিতা তোমার প্রমানিত।তবে-
সন্দেহ আর সীমা লঙ্ঘনে বেশ পারদর্শী
যেনো ইদানিং একটু বেশি।


থাক এসব। এবার বলো কেমন আছো
আজ কি এমন কাজ যে হাঁফিয়ে উঠছো।
এই গরম চায়ে চুমুক দিয়ে বলতো-
কি হয়েছে তোমার? পরিশ্রান্ত ক্লান্ত দেখাচ্ছে যেন।
হুম !
তাইতো এলুম পরশ নিতে।


এলেইতো তা পাও। আজ আবার বায়না কেন?
কথা কি জানো?
তবে আমিও অপরাজিতা নই।
তা-তো বুঝতেই পারছি।
কিন্তু আজ খানিক পরিমার্জিত লাগছে-এই যা।


সে তোমার চোখের ভুল।নতুবা-
অন্যমনষ্কতা।
এই চলোনা-
আজ রাতারগুল ঘুরে আসি।