আগে ছিলে গড়পড়তা-
এখন প্রান্তিক
ইদানিং রূপ বদলে তুমি-কতইনা যান্ত্রিক।


ভাবি-
চোখের জল
জলকামান হয়না কেন?
কেন, ছোপ ছোপ রক্ত কাঁদানে গ্যাসের ত্যজষ্ক্রিয়তায়
ভেসে যায়না
ভালবাসার মিছিল।


বুঝেছি-
টেবিল চাপড়ানো, ওয়াক আউটের বগলদাবায়
বৃথাস্ফালনে বিরোধী দল।
পক্ত আসনে, শক্ত প্রকোস্টে
ট্রেজারি বেঞ্চে
তুমি- ভালবাসা।