উঠ ওরে ঐ ওমুসাফির দাঁড়া তোরই পায়
মুয়াজ্জিনের আযান ধ্বনি শুনি দূরের গাঁয়।


কত নিদ্রা তোর ঐ চোখে
পথ হারালে মরবে শোকে
যাত্রা পথে কেউ কি কখন
পেছন ফিরে চায়।
মুয়াজ্জিনের আযান ধ্বনি শুনি দূরের গাঁয়।


যার অন্বেষণ করতে এলি
খুঁজতে তারে ভুলে গেলি
জানিসনে তুই থামবি কখন
পড়ে রইলো দায়।
মুয়াজ্জিনের আযান ধ্বনি শুনি দূরের গাঁয়।


বাইছে নৌকা হ্নদয় মাঝি
দেখছে জজে লিখছে কাজী
করবে তলব হিসেব যখন
কি হবে উপায়।
মুয়াজ্জিনের আযান ধ্বনি শুনি দূরের গাঁয়।


বালুচর কয় কোন খেয়ালে
ঘোরের মাঝে দিন খুঁয়ালে
জীবনতরী থামবে যখন
করবেরে হায় হায়।
মুয়াজ্জিনের আযান ধ্বনি শুনি দূরের গাঁয়।