জানালার ফাঁকে সোহাগী আলোয়
মিটিমিটি হাসি।
এক চিলতে রোদে
আয়েশি ঘুমের পঞ্চায়েতি আবর্তনে
স্নিগ্ধ বাতাসে পাখির কূজন।


মনোহরি প্রফুল্লে শিউলি সুবাস
বিছানায় লুটুপুটু আর করে পরিহাস
শিশুর অনুরাগে।
তান্ত্রিক আবেশ পরিহরি তবে
সহসা উঠিলে জাগি
কল্প বিহারে নয়ন চরিতে
অকস্মাৎ ভাসে কোন অশরীরির ছবি।


কছলে চোখের পাতা
তন্দ্রা বিদায়ের কালে
স্পষ্ট গোচরীভুতঃ কেউ নয় কেহ নয়
অপ্সরী নয়, অমানবী নয়-
ফিরতি রকেটে আমি
কখন ছুটে গেছি মোর ফেলে আসা কিশোরকালে।
সেই পুরানো কায়দায় রজনীগন্ধার মালা
এতদিন পর ফিরে এলো মোর
স্বপ্নের মালা বদলের পালা।


ধরি হাত জড়ায়ে যখন
অনুভবে স্বর্গের পরী
অলীক অতীত চুরমার করে এলে বুঝি
মোর আরাধ্য প্রিয়জন।